Home » , , » ১২৪/- টাকায় ৩৪০ জিপি মিনিট ১ মাস মেয়াদে-ফ্লেক্সিপ্লান অ্যাপ এর গোপন ব্যবহার।

১২৪/- টাকায় ৩৪০ জিপি মিনিট ১ মাস মেয়াদে-ফ্লেক্সিপ্লান অ্যাপ এর গোপন ব্যবহার।

Written By Telekontho on June 28, 2018 | 1:24 PM


আপনারা সবাই জানেন ফ্লেক্সিপ্লান অ্যাপ ব্যবহার করে টকটাইমের মেযাদ ১ মাস পযর্ন্ত বাড়িয়ে নেয়া যায় যা বর্তমানে কিছুটা বিধিনিষেধ এর আওতায় রয়েছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এখন জিপি গ্রাহকরা এখনও ১২৪/- টাকায় ৩৪০ মিনিট টক টাইম পেতে পারেন যা কিনা এই ফ্লেক্সিপ্লান অ্যাপ ব্যবহার করেই!কিভাবে? এজন্য প্রথমে আপনাকে যা করতে হবে তা হল ১ সপ্তাহের জন্য ৩০০ মিনিট কিনতে হবে ৯৯/- টাকায়। ঠিক এক সপ্তাহ পর আপনাকে ১১/-টাকায় ১০ মিনিট কিনতে হবে ১ সপ্তাহের জন্য যা আপনাকে আবার সপ্তাহের শেষ দিনে ১১/- টাকায় ১ সপ্তাহের জন্য মেযাদ বাড়িয়ে নিতে হবে। এভাবে আপনি পাবেন মোট ৩৪০ জিপি মিনিট ১২৪ টাকায়। মূলত ফ্লেক্সি প্লান অ্যাপের মেয়াদ সংযোজন এর ক্ষেত্রে একই ধরনের বা একই মেয়াদের প্যাকেজ গুলো সমর্থণ করে অর্থাৎ একই গোয়ালের গরু হোক মোটা কিংম্বা সরু। আর এটাই- ফ্লেক্সিপ্লান অ্যাপ এর গোপন ব্যবহার। 

0 comments: