Home » , , » Banglalink itel it 335 smart phone offer

Banglalink itel it 335 smart phone offer

Written By Telekontho on October 24, 2016 | 7:44 AM

আইটেল ইট ৩৩৫’ নামের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে মোবাইল অপারেটর বাংলালিংক।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, সাড়ে তিন ইঞ্চি মাপের ডব্লিউভিজিএ স্ক্রিন, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪ গিগাবাইট রম, ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়তি মেমরি ব্যবহারের সুবিধা। এর ব্যাটারি ১ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার।
স্মার্টফোনটির সঙ্গে বান্ডিল প্ল্যান ঘোষণা করেছে বাংলালিংক। বান্ডিল অফার হিসেবে রয়েছে বিনা মূল্যে ৬ গিগাবাইট ডেটা, ৯০০ মিনিট টক টাইম। ফোনের দাম ২ হাজার ৫৯৯ টাকা। 
Banglalink itel it 335 smart phone offer


0 comments: