Home » , , , , » Use Grameenphone's Flexiplan app

Use Grameenphone's Flexiplan app

Written By Telekontho on May 20, 2016 | 8:15 AM

সম্ভবত আমরা অনেকেই ফ্লেক্সিপ্লান অ্যাপসটি ডাউনলোড করেছি এবং ব্যবহারও করছি। এর সবচেয়ে বড় সুবিধা হল মেযাদ বৃদ্ধির ব্যাপারটি। অথাৎ ধরুন আপনি ২৫ মি টক টাইম ১০০ এমবি ডাটা এবং  ৫০ টি এসএমএস কিনলেন ১ দিনের জন্য -খরচ ২৫.৯৮ টাকা। এরপর আপনি মাত্র ০.৬০ পয়সার যদি ১০ এসএমএস কেনেন ৩০ দিনের জন্য এতে আপনার শুধু এসএমএস এর মেযাদ বাড়বে না বরং এসএমএস, টকটাইম এবং ডাটা সবকিছুরই মাদ হবে এক মাস! এখানেই শেষ নয় ফ্লেক্সিপ্লান অ্যাপস এর আরো একটি সুবিধা আছে

বর্তমানে আমরা প্রায় সবাই বিকাশ, এমক্যাশ, আই ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ভিসা, মাস্টার কার্ড ইত্যাদির গ্রাহক। আপনি ফ্লেক্সিপ্লান অ্যাপসটি ব্যবহার করে এইসব (বিকাশ, এমক্যাশ, আইব্যাংকিং ইত্যাদি) ওয়েবসাইট বা প্লাটফর্ম এ না গিযেও সরাসরি আপনার মোবাইল রিচার্জ করে পারেন। এক্ষেত্রে আরও একটি সুবিধা হল আপনার আইব্যাংকিং তথা ইন্টারেন্ট ব্যাংকিং বা ভিসা, মাস্টার কার্ড এর ইউজারনেম ও পাসওয়ার্ড টাইপ করতে হবে না, শুধু লাগবে পিন!

0 comments: