GP Lava and okapia Handset offer

Written By Telekontho on May 3, 2016 | 7:12 AM

স্বল্পমূল্যের স্মার্টফোন হিসেবে ওকাপিয়া ও লাভা ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। আজ সোমবার রাজধানীর এক হোটেলে এই দুটি মডেলের ফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 
গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিচার ফোন ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের সুবিধা দিতে ওকাপিয়া আলো এবং লাভা আইরিস ৫০৫ মডেলের ফোন দুটি বাজারে ছাড়ছে তারা। লাভার ফোনটির দাম ২ হাজার ৯৪৫ টাকা আর ওকাপিয়ার ফোনটির দাম ২ হাজার ৫৯৫ টাকা। ফোন দুটি থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে। 
লাভা আইরিস ৫০৫ ফোনটিতে আছে চার ইঞ্চির টিএফটি ডব্লিউভিজিএ ডিসপ্লে, ১ দশমিক ৩ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, চার গিগাবাইট রম ও ৫১২ মেগাবাইট র‍্যাম। ফোনটির পেছনে ও সামনে দুই মেগাপিক্সেল ক্যামেরা আছে। এর ব্যাটারি ১ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিটক্যাট। ওকাপিয়া আলো মডেলের স্মার্টফোনটিতে আছে ৩ দশমিক ৫ ডব্লিউভিজিএ ডিসপ্লে, ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, চার গিগাবাইট রম ও ৫১২ মেগাবাইট র‍্যাম। পেছনে দুই মেগাপিক্সেল ও সামনে দশমিক ৩ মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাটারি ১ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিটক্যাট। 
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি মডেলের ফোনে ক্রেতারা সাত দিনের আর্লি লাইফ ফেইলর (ইএলএফ) সুবিধা পাবেন। অর্থাৎ, স্মার্টফোনটি কেনার সাত দিনের মধ্যে তৈরিকৃত কোনো সমস্যা দেখা দিলে তা পরিবর্তন করে দেবে তারা। এ ছাড়া এক বছরের ওয়ারেন্টি সুবিধা আছে। 
গ্রামীণফোনের সিএমও ইয়াসির আজমান বলেন, ‘যখন উচ্চগতির মোবাইল ইন্টারনেট দেশের প্রায় সব মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে, তখন অনেক ইন্টারনেট ব্যবহারে আগ্রহী মানুষ উচ্চমূল্যের কারণে স্মার্টফোন কিনতে পারছেন না। এ বিষয়টি মাথায় রেখেই আমরা কম দামে বাজারে স্মার্টফোন নিয়ে আসার পদক্ষেপ নিয়েছি।’